কুকুর আটকে দিল তিন লাখ ইউরো

কুকুরের বুদ্ধিমত্তায় প্রায় তিন লাখ ইউরো উদ্ধার করল লুক্সেমবার্গ পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 10:20 PM
Updated : 6 March 2017, 10:20 PM

গন্ধ শুঁকে বিস্ফোরক ও মাদক শনাক্তে পারদর্শী ওই স্নিফার কুকুরটি ট্রেনের দুই যাত্রীর কাছ থেকে অর্থ উদ্ধার করে।

২ লাখ ৮৬ হাজার ইউরো উদ্ধারের বিষয়টি সপ্তাহখানেক আগে ঘটলেও সরকারিভাবে সম্প্রতি জানানো হয়েছে বলে বিবিসির খবর।

প্রথমে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার ইউরো উদ্ধার করে ওই কুকুরটি। পরে লাগেজে লুকিয়া রাখা আরো ২ লাখ ৩৬ হাজার ইউরোর খোঁজ পাওয়া যায়।

পরে উদ্ধার করা অর্থ জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট দুই জনকে আটক করে পুলিশ।

লুক্মেমবার্গের আইন অনুযায়ী, ১০ হাজার ইউরোর বেশি বহনের ক্ষেত্রে তা শুল্ক বিভাগে ঘোষণা করা বাধ্যতামূলক।

ওই দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে কী কারণে ও কোথায় ওই অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।