সীমান্তে জঙ্গি হামলায় ৫ পাকিস্তানি সৈন্য নিহত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর তিনটি পাকিস্তানি সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে পাঁচ পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 07:23 AM
Updated : 6 March 2017, 09:10 AM

রোববার রাতে এ হামলা চলাকালে পাকিস্তানি সৈন্যদের পাল্টা গুলিতে ১০ সন্দেহভাজন জঙ্গিও নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী, খবর দ্য ডনের।

বিবৃতিতে বলা হয়, রোববার গভীর রাতে মোহাম্মদ এজেন্সির সীমান্তের ওই চৌকিগুলোতে সীমান্তের ওপর থেকে ‘সন্ত্রাসীরা’ হামলা চালায়। কিন্তু ‘কার্যকর উপস্থিতি, সতর্ক প্রহরা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে সন্ত্রাসী উদ্যোগটি’ ব্যর্থ করে দেওয়া হয় বলে বিবৃতিতে দাবি করা হয়।   

এ সময় দুপক্ষের গোলাগুলিতে পাঁচ সৈন্য     ‘শহীদ’ ও ১০ সন্দেহভাজন জঙ্গি নিহত হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।

জঙ্গিদের আক্রমণ প্রতিহত করার প্রশংসা করে পাকিস্তান সেনাবাহিনী প্রধান কামার জাভেদ বাজওয়া বলেছেন, পাকিস্তানি সীমান্তের সুরক্ষার জন্য সীমান্তের আফগানিস্তানের পাশে পাকিস্তানি সেনাদের উপস্থিত থাকা দরকার।

পাশাপাশি পাঁচ সৈন্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।