সব নারী ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার প্রথম যাত্রা

সব নারী ক্রু নিয়ে প্রথম যাত্রা করেছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 02:29 PM
Updated : 5 March 2017, 02:29 PM

এয়ার ইন্ডিয়ার সান ফ্রানসিস্কোগামী এই  ফ্লাইটের সব ক্রুই ছিলেন নারী। যা বিশ্বে প্রথম বলে দাবি ভারতীয় বিমানপরিবহন কোম্পানিটির।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, সোমবার বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি রাজধানী দিল্লি থেকে সান ফ্রানসিস্কোর পথে রওনা হয়। ফিরতি ফ্লাইটে শুক্রবার সেটি দিল্লি পৌঁছায়।

বিষয়টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলেও জানান তারা।

ক্রুরা ছাড়াও চেক-ইন এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং স্টাফ, উড়োজাহাজটি উড্ডয়নের ছাড়পত্র দেওয়া প্রকৌশলী এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলাররাও নারী ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে একই রকম আরও একটি ফ্লাইট পরিচালনার কথাও জানিয়েছে এয়ার ইন্ডিয়া।