বিদেশি সাহায্য ‘কমিয়ে দিচ্ছে’ যুক্তরাষ্ট্র

বিদেশি সাহায্যের বাজেটে লাগাম টেনে ধরার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

>>রয়টার্স
Published : 5 March 2017, 02:00 AM
Updated : 5 March 2017, 02:10 AM

শনিবার হোয়াইট হাউজের বাজেট বিষয়ক পরিচালক মিক মালভ্যানি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে বলে ফক্স নিউজকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে।

সপ্তাহের শুরুতেই রয়টার্সসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবরে বলা হয়েছিল- আন্তর্জাতিক উন্নয়ন খাতে যুক্তরাষ্ট্রের বিদেশি সাহায্যের হার এক-তৃতীয়াংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।  

মিক মালভ্যানি বলেন, “আমরা বৈদেশিক সাহায্যের হার কমিয়ে দেওয়ার প্রস্তাব করতে যাচ্ছি, যা ব্যয় করা হবে যুক্তরাষ্ট্রেই।”

সেনা বাজেট সম্প্রসারণে বৈদেশিক সাহায্যের অর্থ জোগান দেওয়া হবে বলেও জানান তিনি।

সাউথ ক্যারোলিনার সাবেক প্রতিনিধি মালভ্যানি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, “আমার বার্তা পরিষ্কার: বিদেশে কম অর্থ খরচের মানে হলো- এই অর্থ ব্যয় হবে এখানেই।”

রিপাবলিকান শিবির থেকে এরই মধ্যে বৈদেশিক সাহায্যের বাজেট সংকোচন নীতিতে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন প্রতিনিধি।

ফরেন অ্যাফেয়ার কমিটির প্রতিনিধি এড রয়েস এ বিষয়ে বলেন, এ ধরনের সংকোচনের ফলে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কার্যক্রম গতিহীন হয়ে যেতে পারে।”

সপ্তাহের শুরুতে এক টুইটে বৈদেশিক সাহায্য নিয়ে এক টুইটে সিনেটর মাকো রুবিও বলেন, “বৈদেশিক সাহয্য কোনো খয়রাত নয়। অর্থ সঠিকভাবে খরচ করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে।”

আগামী ১৬ মার্চ প্রস্তাবিত বাজেট প্রকাশ করবে ট্রাম্প প্রশাসন।