৬৪ বছরে যমজ শিশুর জন্ম দিলেন স্প্যানিশ নারী

স্পেনের উত্তরাঞ্চলে বারগোস এলাকায় স্বাস্থ্যবান একটি ছেলে ও একটি মেয়ে শিশু জন্ম দিয়েছেন ৬৪ বছরের এক নারী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 12:28 PM
Updated : 16 Feb 2017, 12:34 PM

গত মঙ্গলবার হাসপাতালে নিয়মিত সিজার পদ্ধতিতে কোনও জটিলতা ছাড়াই বাচ্চা দুটির জন্ম হয়। বিরল এ ঘটনার ভিডিও ক্লিপ পোস্ট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ছেলে শিশুটির ওজন ২ দশমিক ৪ কেজি (৫ দশমিক ৩ পাউন্ড) এবং মেয়েটির ২ দশমিক ২ কেজি (৪ দশমিক ৮ পাউন্ড)। মা এবং বাচ্চারা সুস্থ, স্বাভাবিক আছে বলে জানিয়েছে বিবিসি।

স্পেনের গণমাধ্যম জানিয়েছে, সদ্য মা হওয়া ওই নারী যুক্তরাষ্ট্রে প্রজনন ক্ষমতার চিকিৎসা করিয়েছিলেন। এরপর ২০১২ সালে তিনি একটি মেয়ের জন্ম দেন। তবে ২০১৪ সালে মেয়েটিকে দেখভালের দায়িত্ব নেয় সামাজিক সেবা প্রতিষ্ঠান।

এল পাইস পত্রিকার খবরে বলা হয়েছে, সম্প্রতি কয়েক বছরের মধ্যে ৬০ বছর বয়সের কোঠায় আরও দুইজন স্প্যানিশ নারী সুস্থ বাচ্চা জন্ম দিয়েছেন।

গতবছর এপ্রিলে ভারতের হরিয়ানা রাজ্যে এক নারী প্রজনন ক্ষমতার চিকিৎসা নেওয়ার পর ৭০ বছর বয়সের কোঠায় একটি সুস্থ্য ছেলে সন্তান জন্ম দেন।