আইএসের সরবরাহ রুট বিচ্ছিন্ন করেছে সিরিয়া বাহিনী

সিরিয়ার উত্তরে আল বাব শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দিয়ে জঙ্গি নিয়ন্ত্রিত এ শহরটির আরও কাছে পৌঁছে গেছে সিরীয় সেনাবাহিনী ও তাদের মিত্ররা।

>>রয়টার্স
Published : 6 Feb 2017, 01:39 PM
Updated : 6 Feb 2017, 01:39 PM

সিরিয়ার আরও পূর্বে ইরাকের দিকের জঙ্গি ঘাঁটির সঙ্গে এ সরবরাহ রুটটির সংযোগ ছিল।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, রোববার রাতে সিরীয় সেনা এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলারা আল-বাবের দক্ষিণপূর্বাঞ্চলের দখল নিয়েছে। বিমান হামলার মাধ্যমে তাদের সহযোগিতা করা হচ্ছে।

সিরীয় সরকারি বাহিনী ও তাদের মিত্ররা আল-বাবের উপর দিয়ে তুর্কি সীমান্ত হয়ে আইএস নিয়ন্ত্রিত রাক্কা ও দেইর আল-জোর প্রদেশে যাওয়ার প্রধান সড়কটির দখল নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এর মাধ্যমে আইএস-র রসদ সরবরাহে বড় ধরনের বাধা সৃষ্টি করা সম্ভব হয়েছে।

ওদিকে, তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা আলেপ্পো প্রদেশের উত্তর দিক দিয়ে আইএস-এর উপর আক্রমণ চালাচ্ছে।

সিরীয় সেনাবাহিনী আল-বাবের দিকে অগ্রসর হওয়ায় এখন তুর্কি বাহিনী ও তাদের মিত্র ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে তাদের সংঘর্ষ বাধার ঝুঁকি বাড়ছে।

সিরিয়ার বুহমুখী গৃহযুদ্ধে সবচেয়ে জটিল লড়াইক্ষেত্রগুলোর একটি দেশটির উত্তরাঞ্চল। সেখানে বর্তমানে আইএস’কে সিরীয় সেনাবাহিনী, তুর্কি ও মিত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বিদ্রোহীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

তিন পক্ষই আইএস’কে হটিয়ে আলেপ্পোর দখল নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে।