‘মানবতার খাতিরে’ ভারতীয় সেনাকে মুক্তি দিল পাকিস্তান

গত বছর সেপ্টেম্বরে লাইন অব কন্ট্রোল (এলওসি) অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’র সময় পাকিস্তানি সেনাদের হাতে আটক ভারতীয় সেনা চান্দু বাবুলালকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 01:45 PM
Updated : 21 Jan 2017, 01:45 PM

পাকিস্তানের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়, “মানবতার খাতিরে চান্দু বাবুলালকে আজ ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে।”

গত বছর ২৯ সেপ্টেম্বর এলওসি অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে কয়েকটি জঙ্গি ঘাঁটিতে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী।

তার মাত্র কয়েক ঘণ্টা পর পাকিস্তানের পক্ষ থেকে ২২ বছর বয়সী ভারতীয় এক সেনাকে আটকের কথা জানানো হয়।

পরে ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ভারতের রাষ্ট্রীয় রাইফেলস এর সদস্য সিপাহী চান্দু বাবুলাল চৌহান সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নেননি। ওই সময় তিনি জাম্মু ও কাশ্মিরের মেনধার জেলার সীমান্ত পোস্টে দায়িত্বরত ছিল।

“বরং সীমান্তে দায়িত্বপালনরত অবস্থায় বেখেয়ালে সে এলওসি অতিক্রম করে ফেলেছে।”

উভয় দেশের সামরিক ও বেসামরিক লোকজন প্রায় এ ধরণের ভুল করেন বলেও ওই বিবৃতিতে বলা হয়।

চান্দু বাবুলালের পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ার খবর প্রকাশের পর তার দাদী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি।