সৌদি বাহিনীর সঙ্গে গোলাগুলির পর নিজেদের উড়িয়ে দিল জঙ্গিরা

সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির পর বোমা বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিয়েছে দুই সন্দেহভাজন জঙ্গি। 

>>রয়টার্স
Published : 21 Jan 2017, 10:28 AM
Updated : 21 Jan 2017, 10:28 AM

শনিবার দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নগরী জেদ্দাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ‌্যম। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট এসএবিকিউ ডটঅর্গ জানিয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী জেদ্দার একটি বাড়ি ঘিরে ফেলার পর ওই জঙ্গিদের সঙ্গে গোলাগুলি শুরু হয়, এরই এক পর্যায়ে জঙ্গিরা বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়।

সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক স্কাই নিউজ অ‌্যারাবিয়া ঘটনার একটি প্রতিবেদনে জেদ্দার আল হারাজাত এলাকায় একটি বিস্ফোরণের ভিডিও দেখিয়েছে।    

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব‌্য করেনি।

২০১৪ সালের মাঝমাঝি থেকে সৌদি আরবে ধারাবাহিক বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশই সৌদি আরবের সংখ‌্যালঘু শিয়া সম্প্রদায়ের লোক এবং নিরাপত্তা বাহিনীর সদস‌্য।

গত বছর জেদ্দায় ‍যুক্তরাষ্ট্র কন্স‌্যুলেটের কাছে বোমা বিস্ফোরণে এক আত্মঘাতী হামলাকারী নিহত ও অপর দুই ব‌্যক্তি আহত হয়েছিলেন। এটি কয়েক বছরের মধ‌্যে সৌদি আরবে বিদেশিদের লক্ষ‌্য করে চালানো প্রথম হামলা ছিল।