উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় ‘১৯ কুর্দি যোদ্ধা নিহত’

উত্তর ইরাকের গারা এলাকায় তুর্কি বিমান হামলায় ১৯ কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে।

>>রয়টার্স
Published : 10 Dec 2016, 07:50 AM
Updated : 10 Dec 2016, 07:50 AM

শুক্রবার হামলাটি চালানো হয় বলে শনিবার জানিয়েছে তুর্কি সামরিক বাহিনীর সূত্রগুলো।

তারা বলেছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধারা সীমান্তে সামরিক বাহিনীর ইউনিটগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে, এমন ‘হুমকির’ মুখে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকিরের বিমান ঘাঁটি থেকে অভিযানটি পরিচালিত হয়।

তুরস্ক প্রায়ই উত্তর ইরাকের তুর্কি সীমান্ত সংলগ্ন পার্বত্য এলাকায় পিকেকের অবস্থানগুলোতে বিমান হামলা চালায়। ইরাকের ওই এলাকায় কুর্দি বিদ্রোহীদের অনেকগুলো শিবির আছে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকাগুলোর স্বায়ত্তশাসনের লক্ষ্যে গত তিন দশক ধরে আঙ্কারার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে পিকেকে। পিকেকে ও তুর্কি সরকারের মধ্যে হওয়া অস্ত্রবিরতি গত বছর ভেঙে পড়ে। এরপর থেকে গত এক বছরে দুপক্ষের সহিংসতা গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।   

পিকেকের সঙ্গে তুরস্কের এ লড়াইয়ে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আঙ্কারা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।