হিলারি এগিয়ে ১২ পয়েন্ট ব্যবধানে

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 08:14 AM
Updated : 24 Oct 2016, 08:14 AM

যুক্তরাষ্ট্রজুড়ে ৫০ ভাগ ভোটার বর্তমানে হিলারিকে প্রেসিডেন্ট পদে সমর্থন দিচ্ছেন।

এবিসি নিউজের নয়া জরিপে এমন চিত্রই উঠে এসেছে।

জরিপে দেখা যায়, যেখানে ৫০ ভাগ ভোটার হিলারিকে সমর্থন করছেন, সেখানে ট্রাম্পকে সমর্থন করছেন ৩৮ ভাগ ভোটার। ৫ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসন।

আর গ্রিন পার্টির জিল স্টেইনকে মাত্র ২ শতাংশ ভোটার সমর্থন দিচ্ছেন বলে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে।

হিলারি ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ তৃতীয় টেলিভিশন বিতর্কের পর তাৎক্ষণিকভাবে করা সিএনএন/ওআরসি জরিপে ওই বাকলড়াইয়ে হিলারিকে জয়ী ঘোষণা করা হয়। আর এরপরই যুক্তরাষ্ট্রজুড়ে এবিসি নিউজের জরিপ চালানো হয়।

লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসন। ছবি: রয়টার্স

গ্রিন পার্টির জিল স্টেইন। ছবি: রয়টার্স

এই জরিপে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে ট্রাম্প থেকে হিলারির সমর্থন ২০ পয়েন্ট বেশি। আর পুরুষ ভোটারদের মধ্যে ট্রাম্প থেকে ৩ পয়েন্ট এগিয়ে রয়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি।

হিলারি শিক্ষিত ভোটারদের কাছেই সমর্থন পাচ্ছেন বেশি। কলেজের ডিগ্রি নেই এমন ভোটারদের কাছে তুলনামূলক কম সমর্থন পাচ্ছেন তিনি।

শ্বেতাঙ্গ ও কলেজের কোনো ডিগ্রি নেই এমন ভোটারদের কাছে ট্রাম্পের জোর সমর্থন রয়েছে।

২০ থেকে ২২ অক্টোবরের মধ্যে এবিসি নিউজ এই জরিপ পরিচালনা করেছে। এতে সম্ভাব্য বিচ্যুতির হার ধরা হয়েছে প্লাস-মাইনাস ৩.৫ শতাংশ।