ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২১ মাওবাদী নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা রাজ্যের সীমান্তে মালকানগিরিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২১ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 05:32 AM
Updated : 24 Oct 2016, 05:32 AM

সোমবার ভোররাতের এ বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

এক কর্মকর্তা জানিয়েছেন, মালকানগিরির ১০ কিলোমিটার ‍ভিতরে মাওবাদী বিদ্রোহীদের একটি শিবির আক্রমণ করে নিরাপত্তা বাহিনী, ওই শিবিরে ৫০ থেকে ৬০ জন বিদ্রোহী একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য মিলিত হয়েছিল। 

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় মাওবাদীদের শীর্ষ নেতারা একটি বৈঠকে মিলিত হবেন এমন খবর পেয়ে গত রাত থেকে অভিযান শুরু করা হয়েছিল।

নিহতদের মধ্যে মাওবাদী বিদ্রোহীদের জ্যেষ্ঠ নেতারা থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেল ও একটি এসএলআর উদ্ধার করা হয়েছে।

উড়িষ্যার মাওবাদী বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে মালকানগিরি অন্যতম।