কিউবার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক চায় জাপান

কিউবার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক গড়তে জাপান আগ্রহী বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

>>রয়টার্স
Published : 23 Sept 2016, 04:20 PM
Updated : 23 Sept 2016, 04:20 PM

বৃহস্পতিবার কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো ও তার অগ্রজ দেশটির জনপ্রিয় নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেন শিনজো আবে।

এই প্রথম জাপানের কোনও প্রধানমন্ত্রী কমিউনিস্ট সরকার শাসিত দেশ কিউবা সফরে গেলেন।

হাভানায় এক সংবাদ সম্মেলনে আবে বলেন, “এ সফর জাপান ও কিউবার চারশ’ বছরের বন্ধুত্বের ইতিহাসে নতুন পাতা খুলবে। আমি রাউল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং পারষ্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতে একমত হয়েছি।”

“বিনিয়োগের জন্য কিউবা জাপানের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর কিউবা সরকার তার দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। আমার বিশ্বাস, এটি জাপানের ফার্মগুলোকে কিউবায় বাণিজ্য ও বিনিয়োগে উৎসাহ যোগাবে।”

১৯৫৯ সালে কিউবা বিপ্লবে দেশটির যুক্তরাষ্ট্রপন্থি সরকারের পতন হলে দু’দেশের মধ্যে শত্রুতা শুরু হয়।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো দুই দেশের বিরোধ অবসানের বিষয়ে একমত হন।

তারপর কিউবার উপর থেকে ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র।

আবের আগে ওবামা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ অলন্দ কিউবা সফর করেন।