বিহারে বন্যা পরিস্থিতির অবনতি

ভারতের বিহারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নুতন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বন্যায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৩।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 03:19 PM
Updated : 27 August 2016, 03:19 PM

এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যের ১২টি জেলার প্রায় ৩৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

শনিবার আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, ভোজপুর ও বেগুসরাই জেলায় দুইজন করে শনিবার সর্বশেষ চার জনের ‍মৃত্যুর খবর পাওয়া গেছে।

গঙ্গা, সোনে, পুনপুন, বুরহি গন্ধক, ঘাগরা, কোসিসহ আরো বেশ কয়েকটি নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় ২০৩৭টি গ্রামের প্রায় ৩৫ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় তারা।

বন্যা দুর্গতদের উদ্ধারে সরকারের ২৫৭১টি নৌকা কাজ করছে। প্লাবিত অঞ্চলে ৫৪৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে দুই লাখ ৬৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

এছাড়া শুধুমাত্র প্রাণীদের জন্য আরো ১৫১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।