চীনে শিলাবৃষ্টি, টর্নেডোতে ৭৮ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে টর্নেডো ও শিলাবৃষ্টিতে অন্তত ৭৮ জনের প্রাণহানি হয়েছে।  আহত হয়েছে প্রায় ৫শ’ জন। এর মধ্যে ২শ জনের অবস্থা গুরুতর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 03:14 PM
Updated : 23 June 2016, 03:26 PM

বৃহস্পতিবারের এ প্রাকৃতিক দুর্যোগে প্রদেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, “প্রবল বৃষ্টি, শিলাঝড় ও টর্নেডোতে ইয়ানচেং শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঘরবাড়ির বিধ্বস্ত হয়েছে।”

অনলাইন গণমাধ্যমে পোস্ট করা ছবিতে বিধ্বস্ত বাড়ি ও উল্টে যাওয়া গাড়িতে আহত লোকজনকে পড়ে থাকতে দেখা গেছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে রাস্তায় পড়ে আছে।

এর আগে চলতি সপ্তাহের প্রথমদিকে দক্ষিণ চীনে মারাত্মক বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু ও ২০ জন নিখোঁজ হয়।