দুর্নীতির দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান চাকা ফাত্তাহ

যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান কংগ্রেসম্যান চাকা ফাত্তাহ বহুমাত্রিক প্রতারণায় দায়ে অভিযুক্ত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2016, 09:56 AM
Updated : 22 June 2016, 09:56 AM

দেশটির সরকারি কৌঁসুলিদের বরাতে বিবিসি জানিয়েছে, নিজেকে আরো ধনী করতে ও নিজের রাজনৈতিক ক্যারিয়ার ধরে রাখার লক্ষ্যে তিনি এসব করেছেন।

৫৯ বছর বয়সী ফাত্তাহ ষড়যন্ত্র, প্রতারণা ও অর্থ পাচারের ২৩ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

ফাত্তাহর আইনজীবী জানিয়েছেন, দুই রাজনৈতিক পরামর্শক তার অজান্তেই এসব অপকর্ম করেছেন এবং তারা দোষ স্বীকার করেছেন। 

আগামী ৪ অক্টোবর ডেমক্রেটিক পার্টির এই নেতার দণ্ড ঘোষণা করবে আদালত।

কংগ্রেসের ডেমক্রেটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসি, ফাত্তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।

দুই দশক ধরে যুক্তরাষ্ট্র কংগ্রেসে ওয়েস্ট ফিলাডেলফিয়ার প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করছেন ফাত্তাহ। তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের অন্যতম জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ প্রতিনিধি।

একটি মামলার আর্জিতে বলা হয়, তিনি নির্বাচনী প্রচারণার জন্য সংগ্রহ করা অর্থ তার ছেলের শিক্ষাঋণ পরিশোধ করতে ব্যবহার করেছেন।

কৌঁসুলিরা আরও জানিয়েছেন, তিনি একটি গাড়ি বিক্রি করার ছলে এক পক্ষের কাছ থেকে অর্থ নেন, কিন্তু গাড়িটি কখনও বিক্রি করেননি, আসলে সেটি ছিল সুপারিশের বিনিময়ে তাকে দেওয়া ঘুষ।

ফাত্তাহর চার সহযোগীর বিরুদ্ধেও অভিযোগ আনার কথা জানিয়েছেন তারা।

ফাত্তার ছেলে চাকা ফাত্তাহ জুনিয়র ব্যবসার জন্য নেওয়া ঋণ প্রতারণার দায়ে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করছেন।