ইরাকে আইএসের অস্ট্রেলিয়ান সদস্য সংগ্রাহক নিহত

ইরাকে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ সদস্য সংগ্রহকারী অস্ট্রেলিয়ান নাগরিক যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 05:23 AM
Updated : 5 May 2016, 05:23 AM

নিল প্রকাশ নামের ওই ব্যক্তি অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আইএসের বিভিন্ন প্রপাগান্ডামূলক ভিডিওতে হাজির হয়েছেন।

বিবিসি বলছে, ২৯ এপ্রিল মসুলে বিমান হামলায় তিনি নিহত হন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রকাশকে আইএসের সবচে জ্যেষ্ঠ অস্ট্রেলিয়ান যোদ্ধা বলে বিবেচনা করা হয়।

প্রকাশ ২০১৩ সালে অস্ট্রেলিয়া ত্যাগ করে সিরিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি আইএসের প্রপাগান্ডামূলক ভিডিওতে হাজির হয়ে অস্ট্রেলিয়ায় হামলার আহ্বান জানান।

প্রতিবেদন অনুসারে আরও জানা গেছে, গেল মাসে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অপর এক বিমান হামলায় একজন অস্ট্রেলিয়ান নারীও নিহত হয়েছেন।

শাদি জাবার নামের ওই নারী গেল বছর সিডনিতে পুলিশ সদস্য কার্টিস চেঙকে হত্যাকারী কিশোর ফরহাদ জাবারের চাচাতো বোন।

শাদি ও তার সুদানিজ স্বামী আবু সা’দ আল-সুদানিও ওই বিমান হামলায় নিহত হয়েছেন। শাদির বিরুদ্ধে আইএসের হয়ে সদস্য সংগ্রহের অভিযোগ রয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের হিসাব অনুযায়ী দেশটির প্রায় ১১০ জন নাগরিক মধ্যপ্রাচ্যে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর হলে লড়াই করছেন।