ভুটানের রাজপরিবারে নতুন অতিথি

ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুক নিজেদের প্রথম সন্তান জন্মের ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 02:45 PM
Updated : 6 Feb 2016, 02:45 PM

শুক্রবার রানি জেতসুন পেমা পুত্র সন্তানের জন্ম দেন, যে হিমালয়ের পাদদেশে থাকা ছোট্ট দেশটির পরবর্তী রাজা হবেন।

রয়্যাল মিডিয়া অফিসের পক্ষ থেকে বলা হয়, রাজধানী থিম্পুতে লিঙ্কানা প্যালেসে শুক্রবার একটি ছেলে শিশু জন্ম নিয়েছে।

“রাজকুমারের জন্ম গ্রহণে রাজা এবং রাজপরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত হয়েছেন।”

২০১১ সালে রাজা জিগমে ওয়াচুক সাধারণ নারী জেতসুন পেমাকে বিয়ে করেন।

নতুন অতিথির নাম এখনও ঠিক করা হয়নি।

রাজা জিগমে ২০০৬ সালের ৯ ডিসেম্বর সিংহাসনে বসেন। তিনি প্রথমে ভারতে এবং পরে যুক্তরাজ্যে পড়াশুনা করেছেন।

সিংহাসনে বসার পর থেকেই ভুটানে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন জিগমে।

ভুটানে ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট নির্বাচন হয়। ২০০৮ সালের ১৮ জুলাই দেশটির প্রথম নির্বাচিত পার্লামেন্টে ভুটানের সংবিধান গৃহীত হয়।