জ্যেষ্ঠ নেতার মৃত্যুতে ইয়েমেনি আল-কায়েদার শোক

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জ্যেষ্ঠ এক নেতা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে আল-কায়েদার আরব উপদ্বীপ শাখা (একিউএপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 09:13 AM
Updated : 6 Feb 2016, 09:14 AM

গেল সপ্তায় যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় তিনি নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে একিউএপি এই শোক জানায়।

স্থানীয়রা বলছেন, দুইসঙ্গীসহ একিউএপি’র জ্যেষ্ঠ নেতা জালাল বালিদি বৃহস্পতিবার সমুদ্রতীরবর্তী আবিয়ান প্রদেশে গাড়িতে ভ্রমণের সময় ড্রোন হামলার শিকার হয়ে মারা যান।

শোকবার্তায় একিউএপি বলেছে,  “বীর কমান্ডার জালাল বালিদি আল-মারকিশির হত্যাকাণ্ডের ঘটনায় আমরা আমাদের মুসলিম সম্প্রদায়ের প্রতি বিশেষ করে ইয়েমেনের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

বালিদি আল-কায়েদার যুদ্ধ অভিযান পরিচালনা করতেন। যুক্তরাষ্ট্র তাকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

ইয়েমেনের নয়মাস ধরে গৃহযুদ্ধ চলার পাশাপাশি দেশটিতে উপসাগরীয় সেনাবাহিনীর অভিযানও চলছে। এরমধ্যেও জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ড্রোন হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।