সৌদি আরবে ভোটারের সঙ্গে নারী প্রার্থীদের কথা বলতে মানা

সৌদি আরবে আসন্ন পৌর নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হওয়া ৩৬৬ জন নারীকে ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য পুরুষ এজেন্ট নিয়োগের নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। নারী প্রার্থীরা নিজেরা ভোটারদের সঙ্গে কথা বললে গুণতে হবে জরিমানা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 07:23 AM
Updated : 13 Oct 2015, 07:28 AM

আরব নিউজ জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সৌদি আরবে পৌর নির্বাচনে ভোটগ্রহণ হবে। এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছেন ৩৬৬ জন নারী।

তবে নির্বাচনী প্রচারের জন্য শরিয়া আইন শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশন এরই মধ্যে নারী ও পুরুষ সব প্রার্থীকে শরিয়া আইন ‘কঠোরভাবে’ মেনে চলার নির্দেশ দিয়েছে।

নারী প্রার্থীরা যেন তাদের নির্বাচনী কার্যালয়ে নারী ও পুরুষদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ রাখেন সে ব্যাপারেও কড়া নির্দেশনা রয়েছে কমিশনের।

শরিয়া আইন অনুযায়ী, সৌদি নারীরা পরিবারের বাইরে পুরুষদের সঙ্গে অনুমতি ছাড়া দেখা করতে কিংবা কথা বলতে পারেন না।

কমিশনের মুখপাত্র জুদাই আল-কাহাতানির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নারী-পুরুষ সব প্রার্থীকেই তাদের নির্বাচনী প্রচারের জন্য কোনো ব্যক্তি অথবা কোম্পানিকে এজেন্ট হিসেবে নিয়োগ দিতে হবে। এজেন্টরাই তাদের হয়ে ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি তুলে ধরবে।

নির্দশ অমান্যকারী প্রার্থীকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে উল্লেখ করে আল-কাহাতানি বলেন, “প্রচারের জন্য দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের অবশ্যই পৌর ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।”

নির্বাচনী প্রচারে নারী প্রার্থীরা তাদের ছবি ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়েছে কমিশন।