ইরাকে বিমান হামলা বাড়াবে যুক্তরাজ্য

ইরাকে ইসলামিক স্টেট (আইএস)এর ওপর বিমান হামলা অন্তত ১ বছরের জন্য বাড়াবে যুক্তরাজ্য। প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন একথা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 01:55 PM
Updated : 4 August 2015, 01:55 PM

২০১৭ সালের মার্চ পর্যন্ত আইএস এর ওপর টর্নেডো জঙ্গি বিমান হামলা চলবে বলে মঙ্গলবার ইরাক সফরকালে জানিয়েছেন তিনি।

আইএস এর ওপর বিমান হামলায় অগ্রগতি হচ্ছে জানিয়ে ফ্যালোন বলেন, যুক্তরাজ্যের জঙ্গি বিমানগুলো গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে জঙ্গিদেরকে তাড়িয়ে দিয়েছে। এখন তাদের ওপর সুনির্দিষ্ট অভিযান চলবে।

আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-পরিচালিত বিমান হামলার অংশ হিসাবে ইরাকে গত সেপ্টেম্বর থেকেই টর্নেডো মিশন শুরু হয়েছে। যুক্তরাজ্য এর আগে ২০১৬ সালের মার্চ পর্যন্ত এ হামলা চালানো হবে বলে জানিয়েছিলেন।

আইএস এর বিরুদ্ধে টর্নেডো হামলা কাজে আসায় এ অভিযানটিই এক বছরের জন্য অব্যাহত রাখা  হবে বলে বিবিসি বেতারকে জানান ফ্যালোন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন সাম্প্রতিক দিনগুলোতে ইরাক এবং সিরিয়ায় অসংক্র বিমান হামলা চালিয়ে জঙ্গিদেরকে দুর্বল করে দিয়েছে। যুক্তরাজ্যও এ কোয়ালিশনে আছে। তবে তাদের শুধু ইরাকে হামলা চালানোর জন্য পার্লামেন্টের অনুমোদন আছে, সিরিয়ায় নয়।