ফিলিস্তিনি শিশুকে পুড়িয়ে হত্যা

অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিরা ১৮ মাসের একটি ফিলিস্তিনি  শিশুকে পুড়িয়ে হত্যা হত্যা করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 10:38 AM
Updated : 31 July 2015, 10:38 AM

নাবলুস শহরের দক্ষিণে দুমা নামে একটি গ্রামের দুটি বাড়িতে আগুন দিয়ে শিশুটিকে পোড়ানো হয়েছে।  মারাত্মকভাবে আহত হয়েছে শিশুটির ভাই ও বাবা-মা। এ ঘটনার জন্য ফিলিস্তিন কর্মকর্তারা ইসরায়েলেকেই ‘পুরোপুরি দায়ী’ করেছেন।

ইহুদি বসতি স্থাপনকারীরা সকালের দিকে বাড়ি দুটির ওপর পেট্রোলবোমা  ছুড়ে মারে। এতে বাড়ি দুটিতে আগুন ধরে হতাহতের ঘটনা ঘটে।

একটি বাড়ির দেয়ালে হিব্রু ভাষার নানা স্লোগানসহ ‘প্রতিশোধ’ শব্দটি ছড়িয়ে ছিটিয়ে লেখা থাকতে দেখা গেছে।

পশ্চিম তীরের কর্তৃত্বে থাকা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)নির্মম এ শিশু হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল সরকারকে পুরোপুরি দায়ী করেছে।

বসতিস্থাপনকারী ইহুদিদেরকে সন্ত্রাসী কার্যকলাপের বিচার থেকে ইসরায়েল সরকারের কয়েক দশকের অব্যাহতির পিরিণতিতেই এ ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছে পিএলও।