দুটি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১৩ দশমিক ৫ শতাংশ এবং ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 12:53 PM
Updated : 25 July 2017, 12:53 PM

মঙ্গলবার ফান্ড দুটির ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ফান্ড দুটির ট্রাস্টি কমিটির বৈঠকে ৩০ জুন, ২০১৭ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

আলোচ্য বছরে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৪১ লাখ টাকা। আর ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৪ পয়সা।

অন্যদিকে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিট মুনাফা হয়েছে ৯ কোটি ১ লাখ টাকা। আর ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৮১ পয়সা।

ফান্ড দুটির লভ্যংশের রেকর্ড ডেট হিসেবে ২২ আগস্ট, ২০১৭ নির্ধারণ করা হয়েছে।

লভ্যংশের টাকা প্রথমে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এর মাধ্যমে পাঠানো হবে।

যারা বিইএফটিএন এর মাধ্যমে টাকা পাবেন না, তাদের জন্য চেক ইস্যু করা হবে। এই চেক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের অফিস থেকে সংগ্রহ করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।