‘কারণ ছাড়াই’ বাড়ছে তসরিফার শেয়ার দর

কোনো কারণ ছাড়াই বাড়ছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 12:41 PM
Updated : 22 March 2017, 12:41 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

৭ মার্চ থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। এসময়ে শেয়ারটির দর ২২ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২৯ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করায় কোম্পানিটির কাছে কারণ জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ।

তাদের ওয়েবসাইটে বলা হয়, কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ দর স্বাভাবিকভাবেই বেড়েছে বলে ডিএসইকে জানিয়েছে।