দর হারানোয় শীর্ষে তিতাস গ্যাস

রোববার লেনদেনে সবচেয়ে বেশি দর কমেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ‌্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 10:50 AM
Updated : 26 Feb 2017, 10:50 AM
দিনের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৭৬ শতাংশ।

বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, বৃহস্পতিবার তিতাস গ্যাসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৫৯.২০ টাকা। রোববার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৫৫.২০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে এইচ আর টেক্সটাইল (৫ দশমিক ৬৯ শতাংশ সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ০৮ শতাংশ), জিল বাংলা সুগার মিলস (৪ দশমিক ৫০ শতাংশ), বারাকা পাওয়ার (৩ দশমিক ৮৫ শতাংশ), ইফাদ অটোস (৩ দশমিক ৮২ শতাংশ), সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস (৩ দশমিক ৫৪ শতাংশ), আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৫৩ শতাংশ) এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৩৫ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।