সামনে পুঁজিবাজারের ভালো দিন: অর্থমন্ত্রী

পুঁজিবাজার এখন স্থিতিশীল রয়েছে দাবি করে সামনে ‘ভালো দিনের’ আশা দেখিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2016, 05:07 PM
Updated : 2 Nov 2016, 05:09 PM

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এক অনুষ্ঠানে বক্তব‌্যে তিনি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন।

মুহিত বলেন, গত কয়েকবছরে পুঁজিবাজারে অনেক সংস্কার হয়েছে। পুঁজিবাজার এখন স্থিতিশীল ও মজবুত ভিত্তি পেয়েছে। এখন সামনের দিকে এগিয়ে যাবে।

“এ সরকারের আমলেই পুঁজিবাজার ভালো অবস্থানে যাবে। আমার ধারণা ২০১৮ সালে পুঁজিবাজার ভালো করবে।”

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত সম্ভাবনা নিয়ে এই আলোচনা অনুষ্ঠানে বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান সভাপতিত্ব করেন।

(ফাইল ছবি)

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনও ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি ইনভেস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।

পুঁজিবাজার নিয়ে নিজের বিরূপ অভিজ্ঞতার কথা বরতে গিয়ে মুহিত হাসতে হাসতে বলেন, “পুঁজিবাজার নিয়ে অনেক দিন কোনো মন্তব্য করিনি, পুঁজিবাজার আমাকে বড় কষ্ট দিয়েছে।

“আমার খারাপ লাগে পুঁজিবাজারের বড় দুটি ধস হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, অথচ আওয়ামী লীগ সরকারই পুঁজিবাজারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে।”

তবে দেরিতে হলেও এখন পুঁজিবাজারে নিয়ম-কানুন প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশে বন্ড মার্কেট চালু করলে সাবস্ক্রাইব নিয়ে কোনো সমস্যা হবে না বলে মনে করেন অর্থমন্ত্রী। এজন‌্য বিএসইসি চেয়ারম্যানকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

“আমি বন্ড মার্কেটে বিনিয়োগ করতাম। তবে আমার দুঃখ যে- এখানে কোনো বন্ড মার্কেট নেই।”

অনুষ্ঠানে সিএসইর ব‌্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন এবং বিএমবিএ মহাসচিব খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বক্তব‌্য রাখেন।