জাহিন টেক্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ, ৮ শতাংশ বোনাস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 10:52 AM
Updated : 24 Oct 2016, 12:28 PM

তবে নগদ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন, পরিচালকরা পাবেন না।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, গত ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আর এনএভি হয়েছে ২৮ টাকা ৪৩ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৩ নভেম্বর।