ফের দরপতন

দেশেই দুই পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় দিন সূচক এবং লেনদেন বাড়লেও আবার দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 11:42 AM
Updated : 19 Oct 2016, 01:24 PM

বুধবার সপ্তাহের চতুর্থদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০২ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে ৫৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৮৫ টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫ টির দাম।

দেশের প্রধান এই পুঁজিবাজারে মঙ্গলবার ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১২ পয়েন্ট হয়েছিল। হাতবদল হয়েছিল ৫৭১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার, যা ছিল আগের দিনের চেয়ে ২৫ দশমিক ১৫ শতাংশ বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৩ পয়েন্ট কমে হয়েছে ১৪ হাজার ৪৪৫ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৩১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১.৬ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির দাম।

এ বাজারে মঙ্গলবার সিএএসপিআই ৭৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬৮ পয়েন্ট এবং৩১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।