ইউনাইটেড পাওয়ারে মিলছে না দুই কোম্পানি

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে আশুগঞ্জ পাওয়ার ও শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি একীভূত হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 10:31 AM
Updated : 28 July 2016, 10:31 AM

বুধবার অনুষ্ঠিত কোম্পানি দুটির শেয়ারহোল্ডারদের বৈঠকে একীভূত হওয়ার বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুমোদন পায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

.

এই দুই কোম্পানির একীভূতকরণ নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি মামলা চলমান থাকায় তা নিষ্পত্তির আগে এ সিদ্ধান্ত কার্যকর করা যাবে না।

গত বছরের সেপ্টেম্বরে আশুগঞ্জ পাওয়ার লিমিটেড, শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমেটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা পর্ষদ একীভুত হওয়ার সিদ্ধান্ত নেয়।

এই সিদ্ধান্তে হাইকোর্ট অনুমতি দিলে তা চ্যালেঞ্জ করে আপিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।