মুনাফা বেড়েছে ওষুধ-রসায়ন খাতের ১০ কোম্পানির

চলতি বছরের প্রথম তিন মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ১০টি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 02:34 AM
Updated : 27 May 2016, 02:34 AM

এই খাতের মোট ২৭ কোম্পানির মধ্যে ১৮টি ২০১৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এসব প্রতিবেদনে ১৬টি কোম্পানি মুনাফায় রয়েছে বলে দেখানো হয়েছে।

এর মধ্যে আয় বাড়ার তালিকায় রয়েছে- লিব্রা ইনফিউশন, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জস্ অ্যান্ড মেডিকেল ডিভাইস, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, এসিআই, রেনেটা, ফার্মা এইডস, গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ, ওটা কেমিক্যালস ও কোহিনূর ক্যামিকেল।

আয় অপরিবর্তিত রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালসের। আর আগের তুলনায় আয় কমলেও মুনাফায় রয়েছে এসিআই ফর্মোলেশনস, ওরিয়ন ইনফিউশন, রেকিট বেনকিজার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ।

আর কেয়া কসমেটিক্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লোকসানে রয়েছে।