সূচক বাড়ার ধারা চলছেই

দেশের দুই পুঁজিবাজারে আগের দিনের মতো সপ্তাহের চতুর্থ কর্মদিবসেও মূল্যসূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 09:36 AM
Updated : 10 Feb 2016, 09:36 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় তিন পয়েন্ট বেড়ে চার হাজার ৫৭৩ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে ৩৬২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬০ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১১ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে তিন দশমিক দুই শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।