আগুয়েরোকে শুরুর একাদশে না রাখার ব্যাখ্যা বাউসার

ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসা শুরুর একাদশের আক্রমণভাগ সাজিয়েছেন লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন, আনহেল দি মারিয়া আর এনসো পেরেসকে নিয়ে। ব্যাখ্যা দিয়েছেন তারকা ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোকে একাদশে না রাখার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2016, 09:10 AM
Updated : 10 Nov 2016, 09:11 AM

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ব্রাজিলের বেলো হরিজন্তেতে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

প্রতিপক্ষের কথা মাথায় রেখেই পেরেস আর দি মারিয়াকে শুরুর একাদশে রাখার কথা জানান আর্জেন্টিনা কোচ।

“আমি দি মারিয়া আর এনসো পেরেসকে রাখতে চেয়েছি কারণ, আমার বিশ্বাস তারা শারীরিক শক্তির দলকে সামলাতে পারবে।”

ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে বাউসা বলেন, “এনসো পেরেস এই পজিশনে জাতীয় দলে দুই বছর ধরে খেলছে, কারণ এই জায়গাতেই সে খেলতে শুরু করেছিল। অন্য সবকিছুর চেয়ে আমরা প্রতিপক্ষকে নিয়েই ভাবছি।”

চোটের কারণে আর্জেন্টিনার হয়ে সবশেষ তিন ম্যাচে খেলতে পারেননি মেসি। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ককে ফিরে পেয়ে খুশি বাউসা।

“কোনো সমস্যা ছাড়া মেসি ভালোভাবে পৌঁছেছে।”

সম্ভাব্য একাদশ: সের্হিও রোমেরো, পাবলো সাবালেতা, নিকোলাস ওতামেন্দি, রামিরো ফুনেস মোরি, এমানুয়েল মাস, এনসো পেরেস, লুকাস বিগলিয়া, হাভিয়ের মাসচেরানো, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন।