ফাইনালে রোনালদো নিশ্চিত: জিদান

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার জন্য ক্রিস্তিয়ানো রোনালদো শতভাগ ‘ফিট’ আছেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 09:13 AM
Updated : 28 May 2016, 11:43 AM

মিলানের সান সিরোতে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। 
 
গত মঙ্গলবার দলের অনুশীলনে গোলরক্ষক কিকো কাসিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে বাঁ ঊরুতে হালকা চোট পেয়েছিলেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড রোনালদো। সেই সময় খুঁড়িয়ে অনুশীলন মাঠ থেকে বেরিয়ে গেলেও পরে তিনি জানিয়েছিলেন, সব কিছু ঠিক আছে এবং তিনি ফাইনালে খেলতে পারবেন।
 
গত শুক্রবার সংবাদ সম্মেলনে জিদান বলেন, “সে কিছুটা ব্যথা অনুভব করছিল। কিন্তু আমি বলতে পারি, এখন সে শতভাগ ঠিক আছে।”
 
“সর্বোপরি সে একটি ফাইনালে খেলছে। আপনি যখন একটি ফাইনালে খেলবেন, তখন কিছু অনুভব করলেও আপনাকে তা ভুলে যেতে হবে। কিছু ব্যথা আছে। কিন্তু এটা কিছু নয় এবং (শনিবার ফাইনালে) তার থাকার বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।”

এবারের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকা রোনালদোর সামনে ফাইনালে থাকছে রেকর্ডের হাতছানি; দুটি গোল করলেই দুই বছর আগে নিজেরই গড়া এক আসরে সর্বোচ্চ গোলের (১৭) রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনবারের বর্ষসেরা এই ফুটবলার।

এরই মধ্যে এক আসরে গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের (১১) রেকর্ড গড়েছেন এখন পর্যন্ত ১৬ গোল করা রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডের (৯৩)মালিকও তিনিই।