রিয়ালের বিপক্ষে স্বপ্ন পূরণে মরিয়া তরেস

শৈশবের স্বপ্ন পূরণের এক ধাপ দূরে দাঁড়িয়ে ফের্নান্দো তরেস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লক্ষ্যে পৌঁছতে তাই মরিয়া আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 01:06 PM
Updated : 28 May 2016, 11:45 AM

আগামী শনিবার মিলানের সান সিরোয় বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে মাদ্রিদের দুটি ক্লাব।

২০১৩-১৪ মৌসুমে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ৪-১ গোলে হেরে একবার স্বপ্ন ভঙ্গ হয়েছিল আতলেতিকোর। দুই বছর আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা।

লিসবনের সেই ফাইনালে অবশ্য ছিলেন না তরেস। তখন চেলসিতে ছিলেন স্পেনের এই তারকা, ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতার অভিজ্ঞতাও আছে তার। তবে ৩২ বছর বয়সী এই ফুটবলারের শৈশবের ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন সেই ছেলেবেলার।

শুক্রবারের সংবাদ সম্মেলনে তরেস বলেন, “স্বপ্নটাকে সত্যি করার সুযোগ আমি পেয়েছি। আমি অনেক ভালো দলের হয়ে খেলেছি; কিন্তু এটা বিশেষ, এটা এমন কিছু যা আমি ছোটবেলায় চেয়েছি।”

“কোনো সন্দেহ নেই যে, আগামীতে আমি যত ম্যাচ খেলব তার মধ্যে এটাই সেরা। এই ক্লাবে খেলে আমি খুব খুশি।”

“চেলসির হয়ে এবং স্পেন জাতীয় দলের হয়ে আমার জেতার সুযোগ হয়েছিল। কিন্তু এটা আমার কাছে বিশেষ কিছু,” যোগ করেন দেশের হয়ে একটি বিশ্বকাপ ও দুটি ইউরো জেতা তরেস।