সুয়ারেসের গোলে ভাঙল নাভাসের প্রতিরোধ

অবশেষে সান্তিয়াগো বের্নাবেউতে কেইলর নাভাসের প্রতিরোধ ভেঙেছে। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ঘরের মাঠে এ মৌসুমে প্রথম গোল খেয়েছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 06:25 AM
Updated : 22 Nov 2015, 01:20 PM

ম্যাচের একাদশ মিনিটে নাভাসের জালে বল পাঠান লুইস সুয়ারেস। এর পর আরও তিন গোল হজম করেন নাভাস। গত শনিবার রাতে স্পেনের লা লিগায় নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারে রিয়াল। 
 
সান্তিয়াগো বের্নাবেউয়ে এ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৭টি ম্যাচ খেলে রিয়াল। কোস্টা রিকার গোলরক্ষক নাভাস এর মধ্যে ৬টি ম্যাচ খেলেন। লা লিগায় রিয়াল বেতিস (৫-০), গ্রানাদা (১-০), মালাগা (০-০) ও লেভান্তের (৩-০) বিপক্ষে খেলা নাভাস রিয়ালের জাল অক্ষত রাখেন। 
 
ঘরের মাঠে নাভাসের না খেলা ম্যাচে লাস পালমাসের বিপক্ষে জিতলেও একটি গোল খায় রিয়াল। 
 
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে শাখতার দোনেৎস্ককে ৪-০ গোলে হারায় রিয়াল। আর পিএসজিকে হারায় ১-০ গোলে।
 
সব মিলিয়ে ঘরের মাঠে ৮৮৫ মিনিট গোল খাননি নাভাস। এ ম্যাচের আগে বের্নাবেউতে নাভাসের জালে বল পাঠিয়েছিলেন ফের্নান্দো তরেস। গত ১৫ জানুয়ারি কোপা দেল রের ম্যাচে গোলটি করেছিলেন আতলেতিকো মাদ্রিদের স্প্যানিশ এই ফরোয়ার্ড। সুয়ারেসের গোলে এই প্রতিরোধ ভাঙার পর খুব বাজে একটা দিন গেল এই তারকা গোলরক্ষকের।