ক্ষমা চাইলেন মার্সেলো

বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। আর মিডফিল্ডার লুকা মদ্রিচ হারের দায় নিজেদের কাঁধে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 08:56 AM
Updated : 22 Nov 2015, 01:19 PM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে স্পেনের লা লিগার ম্যাচে গত শনিবার বার্সেলোনার কাছে ৪-০ গোলে উড়ে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ভালো একটি সুযোগ নষ্ট করা ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো ম্যাচ শেষে বলেন, “দুর্ভাগ্যবশত, আমরা বিষয়গুলো ভালোভাবে করতে ব্যর্থ হয়েছি। আমাদের এটা ভুলে যেতে হবে এবং এর থেকে শিক্ষা নিতে হবে।”

“সমর্থকদের কাছে ক্ষমা চাইছি আমরা। আমরা যেভাবে খেলতে চেয়েছি ম্যাচটি সে রকম ছিল না।”

ম্যাচে বল দখলের লড়াইয়ে রিয়ালের চেয়ে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। মার্সেলো জানান, বল দখলের চেষ্টা তারাও করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন।

“আমরা আক্রমণে যেতে চেয়েছি। কিন্তু এটা সম্ভব হয়নি।”

মদ্রিচের কন্ঠে ছিল দল হিসেবে খেলতে না পারার আক্ষেপ।

“আমরা ভুল থেকে শিক্ষা নেইনি। আমরা দল হিসেবে খেলতে পারিনি।… আমরা বাজে খেলেছি; খুব, খুব বাজে।”

এভাবে হেরে যাওয়ার জন্য রিয়াল খেলোয়াড়দের সমালোচনা প্রাপ্য বলে মনে করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মদ্রিচ। তবে এই ম্যাচের ফল ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি।

“আমরা রিয়াল মাদ্রিদ এবং আমাদের সবাইকে লড়াই করতে হবে।”