রিয়াল সমর্থকদের হাততালি পেলেন ইনিয়েস্তা

অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের সমর্থকদের বাহবা পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। মাঠ ছাড়ার সময় বার্সেলোনার এই মিডফিল্ডারকে হাততালি দিয়ে অভিনন্দন সান্তিয়াগো বের্নাবেউয়ের দর্শকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 06:28 AM
Updated : 22 Nov 2015, 01:20 PM

গত শনিবার রিয়ালের মাঠে বার্সেলোনার ৪-০ গোলের জয়ে দুর্দান্ত খেলেন ইনিয়েস্তা। ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারের করা দলের দ্বিতীয় গোলটিতে সহায়তা করেন তিনি। আর ব্যবধান ৩-০ করা গোলটি করেন স্পেনের এই তারকা।
 
৭৭তম মিনিটে ইনিয়েস্তাকে মাঠ থেকে তুলে নেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। এ সময় রিয়ালের সমর্থকরা ইনিয়েস্তাকে সম্মান জানায়। ম্যাচ শেষে ইনিয়েস্তাও রিয়াল সমর্থকদের এর প্রতিদান দেন।

“আমি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।”

বের্নাবেউতে রিয়াল সমর্থকদের অভিনন্দন পাওয়া প্রথম বার্সেলোনা খেলোয়াড় দিয়েগো মারাদোনা। ১৯৮৩ সালে এক ম্যাচের সময় আর্জেন্টিনার সাবেক অধিনায়ককে অভিনন্দন জানায় তারা। এর পর বের্নাবেউ থেকে হাততালি নিয়ে ফেরেন রোনালদিনিয়ো। ২০০৫ সালে বার্সেলোনার ৩-০ ব্যবধানের জয়ে অসাধারণ খেলা ব্রাজিলের সাবেক তারকা জোড়া গোল করেছিলেন।