মাটিতেই পা রাখছে বার্সেলোনার খেলোয়াড়রা

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিতে পারার আনন্দে ভাসছে পুরো বার্সেলোনা। তবে আন্দ্রেস ইনিয়েস্তা সবাইকে মনে করিয়ে দিয়েছেন, শিরোপা জিততে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে। ‘এল ক্লাসিকো’ জেতায় কিছুই চূড়ান্ত হয়ে যায়নি বলে মনে করেন ক্লাবটির অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 09:08 AM
Updated : 22 Nov 2015, 01:18 PM

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউ থেকে গত শনিবার স্পেনের লা লিগার ম্যাচে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। 
 
ম্যাচ শেষে ইনিয়েস্তা বলেন, “৬ পয়েন্ট এগিয়ে আছি আমরা। কিন্তু এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে এবং কিছুই চূড়ান্ত হয়নি।”
 
শুধু বড় জয়ের কারণেই নয়, দারুণ একটি ম্যাচ খেলতে পারার আনন্দও ছুঁয়ে যাচ্ছে ইনিয়েস্তাকে। 
 
“সব দিক থেকে এটা অনেক সম্পূর্ণ এক পারফরম্যান্স। আমরা বলতে গেলে বল হারায়ইনি।… এসব মিলে এখানে সত্যিকারের ভালো প্রদর্শনী ছিল।”
 
ইনিয়েস্তার সঙ্গে কণ্ঠ মেলান তার বাকি সতীর্থরাও। মিডফিল্ডার সের্হিও বুসকেতস এটাকে আখ্যা দেন ঐতিহাসিক এক রাত হিসেবে। জোড়া গোল করা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস দারুণ এই জয়ে রোমাঞ্চিত বলে জানান। ম্যাচে অসাধারণ কিছু সেভ করা বার্সেলোনা গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো দলের খেলা ‘নিখুঁত’ ছিল বলে উল্লেখ করেন।