নাশকতার মামলায় বগুড়ায় বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে

হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে বগুড়ায় বিএনপি ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 12:57 PM
Updated : 23 Sept 2017, 12:57 PM

বগুড়া সদর থানার এসআই আব্দুল গফুর জানান, শনিবার বিকালে বিএনপি ১১ নেতাকর্মীর বিরুদ্ধে ‘নাশকতা পরিকরল্পনার’ মামলা হয়েছে।

এরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু, জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরু, ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নুর ওয়ালিদ ও বিএনপি কর্মী রাশেদুল ইসলাম, গুলজার আলী, টিএম নাজ মাহমুদ, মাইনুল ইসলাম সুজন, খায়রুজ্জামান জিয়া, মোঃ সুজন ইসলাম, ফরহাদ সেখ।

বৃহস্পতিবার বিস্ফোরক আইন ও ভাংচুর মামলায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। পরে জেলা বিএনপি শনিবার জেলায় আধাবেলা হরতালের ডাক দেয়। ওই হরতালের আগের রাতে উক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

এসআই গফুর বলেন, “বিএনপির ডাকা আধাবেলা হরতালে নাশকতার পরিকল্পনা করার সময় ওই ১১জনকে শহরের হাকির মোড় থেকে শুক্রবার গভীররাতে গ্রেপ্তার করা হয়।

শনিবার তাদের বিরুদ্ধে ‘নাশকতা পরিকরল্পনার’ মামলা করে বিকালে আদালতে তোলা হয়।  আদালতের নির্দেশে সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়ে বলে জানান তিনি।