খাগড়াছড়িতে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সেনাসদস্যরা।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 07:46 AM
Updated : 21 August 2017, 07:53 AM

মহালছড়ি জোনের মেজর ছালে বিন শফি জানান, গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে এই অভিযান চালানো হয়।

তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

মেজর শফি বলেন, “একদল সন্ত্রাসী বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদাবাজি ও নাশকতার জন্য অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মহালছড়ির লেমুছড়ি এলাকায় অভিযান চালানো হয়।

“ভোরের দিকে সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছালে তারা গুলি ছুড়তে শুরু করে। এ সময় সেনা সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। তবে তারা স্থানীয়দের জানমালের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে গুলি ছোড়া বন্ধ করে দেয়। এ সুযোগে সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যেতে সক্ষম হয়।”

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেছেন, “সন্ত্রাসীদের গুলির জবাবে সেনাসদস্যরা ২৬ রাউন্ড গুলি ছুড়েছে।”