মাদারীপুরে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

মাদারীপুরে হত্যা মামলায় দুই ছেলেসহ এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 01:54 PM
Updated : 9 August 2017, 01:55 PM

বুধবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার চরমুগরিয়া এলাকার কাসেম বৈদ্য (৫০), তার ছেলে আলমগীর বৈদ্য (৩২) ও জাকির বৈদ্য (৩০)। তারা পলাতক রয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমরান লতিফ জানান।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৯ মে চরমুগরিয়া ব্রিজ সংলগ্ন পুষ্প বৈদ্যর ছেলে ডালিম বৈদ্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দণ্ডপ্রাপ্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ডালিম।

এ ঘটনায় পুষ্প বৈদ্য বাদী হয়ে নয়জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। একই বছরের ২২ অক্টোবর অভিযোগপত্র দেয় পুলিশ।