কভার্ডভ্যানে লেগুনার ধাক্কা, কলেজছাত্রীসহ নিহত ৫

গাজীপুরে একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কার দেওয়ার পর তিন কলেজছাত্রীসহ পাঁচ লেগুনা যাত্রীর প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত সাতজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2017, 10:52 AM
Updated : 7 August 2017, 12:09 PM

নাওজোর হাইওয়ে থানার ওসি আব্দুল হাই জানান, সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন রিমি, ফারহানা আক্তার শিখা, খাদিজা বেগম।

আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। 

এরা হলেন- গাজীপুর নগরীর ভুরুলিয়ার ছায়াতরু এলাকার শহীদুল ইসলাম (২৬), সালনা এলাকার গিয়াস উদ্দিন (৩০), দক্ষিণ খাইলকৈর এলাকার রেজাউল হক (৪০), সদরের রাজেন্দ্রপুরের শরীফুল ইসলাম (২২), হোতাপাড়া এলাকার মামুন (২২)। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আব্দুল হাই বলেন, “লেগুনাটি রাজেন্দ্রপুর থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেন। "

এতে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে  ঘটনাস্থলেই পাঁচ যাত্রীর মৃত্যু হয় বলে জানান তিনি।