গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেল আসামি

আদালতে হাজিরা শেষে ফিরিয়ে আনার পর শরীয়তপুর জেলা কারাগার ফটকের সামনে থেকে এক আসামি পালিয়ে গেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 08:36 AM
Updated : 1 August 2017, 08:36 AM

পলাতক মনির খান ভেদরগঞ্জ উপজেলার ইকরকান্দি গ্রামের মালেক খানের ছেলে।

কারাগার পুলিশের এটিএসআই মাহবুবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় আদালত থেকে ফিরিয়ে কারাগার ফটকে আনার পর মনির খান গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

তিন পুলিশ সদস্য একটি খোলা ট্রাকে করে ১৮ আসামিকে হাতকড়া পরিয়ে কারাগার ফটকে নিয়ে আসেন। ট্রাকটি থামার সঙ্গে সঙ্গে মনির গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান বলে পুলিশের ভাষ্য।

গাড়িতে থাকা তিন পুলিশ তার পেছনে দৌড়ে গেলেও ধরতে পারেনি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

মনিরের হাতকড়াটি ট্রাকেই পাওয়া গেছে জানিয়ে এটিএসআই মাহবুবুর বলেন, তাকে কয়েক মাস আগে এক মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

আদালত পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, “পুলিশের কর্তব্যে অবহেলার কারণে আসামি পলায়ন করেছে। পালং মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।”

কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শরীয়তপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. এহসান শাহ।