নেত্রকোণায় স্ত্রীর সঙ্গে ‘বিবাদে’, শ্যালিকাকে হত্যা

নেত্রকোণায় স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে শ্যালিকাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 09:00 AM
Updated : 26 July 2017, 09:00 AM

মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয় বলে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুনিল কুমার দাস জানান।

আটক জসিম উদ্দিন টিটুর (২৮) বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হামিদাবাড়ি নামাপাড়া গ্রামে।

এসআই সুনিল বলেন, প্রায় দুই বছর আগে ত্রিশালের কুরশানগর গাড়াপাড়ার জালাল উদ্দিনের মেয়ে শারমীন আক্তারের সঙ্গে টিটুর বিয়ে হয়।

“বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। সম্প্রতি টিটিুর সঙ্গে ঝগড়া করে শারমীন তার বাবার বাড়ি চলে চলে যান।

“মঙ্গলবার দুপুরে শারমিনদের বাড়ি গিয়ে তাকে ফেরত আনতে যান টিটু।শারমিন ফিরতে রাজি না হওয়ায় টিটু তার আট বছর বয়সী শ্যালিকা ইমা আক্তারকে চকলেট কিনে দেবে বলে তাকে নিয়ে বাড়ি থেকে বের হন।” 

এসআই বলেন, “পরে ইমাকে হত্যা করে তার হাত-পা বেঁধে স্থানীয় দিকেরপুল এলাকার ফিরু নদীতে লাশ ফেলে দেন টিটু।”

স্থানীয়রা বিষয়টি টের পেলে তারা থানায় খবর দেয়। পরে রাত ৯টার দিকে শ্যামগঞ্জ বাজারের একটি চায়ের দোকান থেকে পুলিশ টিটুকে আটক করে বলে জানান তিনি।

স্ত্রী ফিরে না আসায় প্রতিশোধ নিতে শ্যালিকাকে হত্যা করেছেন বলে টিটু পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন বলে সুনীল জানান।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে টিটুকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়।