কুষ্টিয়া শহর হাঁটু পানির নীচে

তিনদিনের টানা বর্ষণে কুষ্টিয়া শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।

হাসান আলী কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 01:58 PM
Updated : 21 July 2017, 01:59 PM

বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টিপাত হয়।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে কুমারখালী আবহাওয়া অফিস জানিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শহরের অধিকাংশ সড়কে হাঁটু পানি থেকে কোমরপানি উঠেছে। নর্দমার ময়লার সঙ্গে বৃষ্টির পানি একাকার। বেশিরভাগে রাস্তাঘাট পানির নীচে তলিয়ে গেছে।

শহরের এনএস রোড, জেনারেল হাসাপাতাল, সরকারি কলেজ ও কুষ্টিয়া মডেল থানাসহ বিরাট এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে।

রিকশা, ভ্যান, অটোরিকশা চালকসহ সব ধরনের যানবাহনের উপর নির্ভরশীলরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।

কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, নানা কারণে পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করতে পারছেন না। ফলে পৌর এলাকার মধ্যে হলেও বেশকিছু জায়গায় জলাবদ্ধতা দূর করা কষ্টকর।