সাংবাদিক ইউসুফের পাশে ওবায়দুল কাদের

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আলমগীর ইউসুফকে দেখতে ঢাকার পঙ্গু হাসপাতালে গিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 02:34 PM
Updated : 2 July 2017, 02:34 PM

রোববার সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছে ইউসুফের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বলেন।  

পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক আবদুর সবুর জানান, ইউসুফের বাম হাতের হাড় একাধিক স্থানে ভেঙেছে ও বুকের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে। দুই সপ্তাহ পর তার অপারেশন হবে।

তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে বলে জানান তিনি।

গত ২৮ জুন দুপুরে দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউসুফ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ব্যাটারি চালিত রিকশাযোগে শহরের গোদার মসজিদ যাচ্ছিলেন।

পথে পৌর বাজারের সামনে রিকশাটিকে পেছন থেকে হিমাচল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ সময় তারা রিকশা থেকে ছিটকে পড়ে আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরে আলমগীর ইউসুফকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং জিয়াউল হক লিটনকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্কয়ার হাসপাতালে জিয়াউল হক লিটনকে দেখতে যান।

এর আগে শুক্রবার নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও চাটখিল-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম দেখতে যান আলমগীর ইউসুফকে।