কিশোরকে পিটিয়ে হত্যা, মায়ের পাশে ভারতীয় হাই কমিশনার

দিনাজপুরের কাহারোল উপজেলায় এক কিশোরকে পিটিয়ে হত্যার ২৭ দিন পর মামলা নথিভুক্ত করেছে পুলিশ। এরপর ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2017, 12:12 PM
Updated : 30 June 2017, 02:15 PM

এ খবর শুনে ভারতীয় সহকারী হাই কমিশনার অজিৎ কুমার মিশ্র বৃহস্পতিবার নিহত ধন্যরাম রায়ের (১৬) বাড়ি বিরোলী গ্রামে গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

ধন্যরাম রায় বিরোলী গ্রামে মা পারনা রানী রায়ের সঙ্গে থাকতেন। বাবাকে হারিয়েছিলেন ১৪ বছর আগে দুই বছর বয়সে।

গত ২ জুন তাদের বীজতলা খেয়ে ফেলায় প্রতিবেশীর একটি গরু বাড়িতে আটকে রাখার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় তাকে।

এ ঘটনায় পারনা রানীর দায়ের করা মামলা কাহারোল থানা পুলিশ মামলা নথিভুক্ত করেছে গত বুধবার (২৮ জুন)।

ধন্যরাম রায়ের মা পারনা রানী রায়

মামলার নথি থেকে জানা যায়, গত ২ জুন বীজতলা খেয়ে ফেলায় প্রতিবেশী শাহজাহান আলীর একটি গরু নিজ বাড়িতে আটকে রাখেন ধন্যরাম। জানতে পেরে শাহজাহান আলী, আব্দুল জব্বার, আবুল কালাম ও আবুল বাশারসহ কয়েকজন ধন্যরামকে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পর ওই রাতেই তার মৃত্যু হয়।

বিলম্বে মামলা নথিভুক্ত হওয়ার বিষয়ে কাহারোল থানার ওসি মনসুর আলী বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরই গত ২৮ জুন মামলা গ্রহণ করা হয়েছে।

মামলা দায়েরের পরপরই প্রধান আসামি শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।

শাহজাহানের ভাই আবুল হোসেন চিহ্নিত জেএমবি সদস্য বলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন।  

এদিকে, এ খবর শুনে ঢাকায় ভারতীয় সহকারী হাই কমিশনার অজিৎ কুমার মিশ্র বৃহস্পতিবার বিকালে বিরোলী গ্রামে যান পারনা রানী রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। তাকে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পারনা রানী।

অজিৎ কুমার মিশ্র সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন এবং পারনা রানী রায়ের সাথে কথা বলেন, তাকে শান্ত্বনা দেন।