ফরিদপুরে ‘প্রতারক চক্রের’ ৫ সদস্য আটক

ফরিদপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে, যাদের প্রতারক চক্রের সদস্য বলছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 09:27 AM
Updated : 14 June 2017, 02:10 PM

র‌্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল ঈশ্বরদী গ্রামের জয়নাল চৌধুরীর ছেলে মো. শাহজালাল চৌধুরী, মিয়াপাড়া গ্রামের জাফর ফরাজীর ছেলে সুমন ফরাজী, নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী গ্রামের সেন্টু কাজীর ছেলে ইমরুল কাজী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার গুপ্তের কান্দিম গ্রামের রাজেক মাতুব্বরের ছেলে টোকন মাতুব্বর ও ফরিদপুর সদর থানার বাখুণ্ডা এলাকার মো. ইব্রাহীম খানের ছেলে সাইফুল ইসলাম।

র‌্যাব কর্মকর্তা রইছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মানুষকে ফোন করে লটারিতে টাকা জিতেছেন দাবি করে চাঁদা আদায় করে আসছিলেন।

“সম্প্রতি রাজবাড়ীর এক ছাত্রী বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে একাধিকবার মোট ৮১ হাজার টাকা পরিশোধ করেন। পরে তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় জিডি করেন।”

র‌্যাব গোয়েন্দারা প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চালিয়ে তাদের আটক করে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।