ফরিদপুরে স্কুলছাত্রী ‘ধর্ষণ’, প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে স্কুলছাত্রীকে ‘ধর্ষণে’ জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সামাজিক প্রতিরোধ কমিটি ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক নামে দুটি সংগঠন মানববন্ধন করেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 07:57 AM
Updated : 14 June 2017, 08:47 AM

জেলা প্রেসক্লাববের সামনের মুজিব সড়কে মঙ্গলবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়।   

মানববন্ধনে রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের কোওয়াডিনেটর অ্যাডভোকেট শিপ্রা গোস্মামী, এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, আস্থা প্রতিবন্ধী সংস্থার মিনি আক্তার, সাংবাদিক জগদিশ চন্দ্র ঘোষ, সনাকের মুজিবুর রহমান, ব্র্যাকের জাহাঙ্গীর আলম, পিন্টু মণ্ডলসহ অন্যনা বক্তব্য রাখেন।

ফরিদপুর শহরের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে গত শনিবার রাতে স্থানীয় অপু নামের এক যুবক ও তার ৭/৮ জন বন্ধু আলীপুর রেল লাইনের পাশে নিয়ে ধর্ষণ করে।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ট্রমা সেন্টারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেন। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।