মানিকগঞ্জ ও রাজবাড়ীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইর ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে: আহত হয়েছেন আর পাঁচজন।

রাজবাড়ী প্রতিনিধিমানিকগঞ্জ ওবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 12:36 PM
Updated : 28 May 2017, 01:16 PM

রোববার সিঙ্গাইর উপজেলার জামালপুর গ্রামে তিন কৃষকের মৃত্যু হয় বলে বলে বায়রা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী জানান ।

নিহতরা হলেন বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের আসলাম হোসেন (৪২), আবদুল বারেক (৪২) ও তাহের আলী (৪০)।

ইউপি সদস্য আক্কাস বলেন, “দুপুরে জামালপুর ধান কাটছিলেন ১০/১২ জন কৃষক। আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাপড়া ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।”

এতে আহত একই গ্রামের ফজলু মিয়া, ইউনুস আলী, আমের আলী, হোসেন আলী ও ইদ্রিস আলীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, বিকালে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে লিটন মোল্লা (২৭) নামে এক কৃষক আহত হন। পরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

লিটন উপজেলার ইলিশকোল গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।