ভোট চলছে কুষ্টিয়ার ২ ইউনিয়নে

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 03:11 AM
Updated : 23 May 2017, 03:51 AM

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু জানান, মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সীমানা জটিলতার কারণে বছর পাঁচেক আগে চিথলিয়া ইউনিয়ন ভেঙে এই দুটি ইউনিয়ন গঠনের পর নির্বাচন হয়। আগামী ৯০ দিন পরে দুটি ইউনিয়নেরই মেয়াদ শেষ হবে।

দুটি ইউনিয়নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাসদ ও বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থী লড়ছেন। চিথলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ছয় প্রার্থী। এ ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৭ জন আর ৩টি সংরক্ষিত নারী আসনের জন্য ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধুবইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। এ ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ৩১ জন আর ৩টি সংরক্ষিত নারী আসনের জন্য ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কর্মকর্তা শিরিনা নির্বাচনের বিভিন্ন তথ্য দিয়ে বলেন, ইউনিয়ন দুটির প্রতিটিতে বুথ আছে ৪৩টি করে, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ৯ জন করে। নিরাপত্তার জন্য প্রতিকেন্দ্রে আছেন ৮ পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্য।